খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লস্কর ই তৈবার প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া মামলায় কাশ্মীরে ৬কোটি ১৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ই.ডি. দফতর । ইডি জানিয়েছেন ঐ সম্পত্তি কাশ্মীরি ব্যবসায়ী জাহুর আহমেদ ওয়াটালির । অভিযোগ তার মাধ্যমেই বিচ্ছিন্নতাবাদী হুরিয়তের কাছে পাকিস্তান থেকে টাকা আসত । অবশ্য ইডি এর আগে ওয়াটলির অন্য সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...