খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও প্রতিবাদ লখনৌয়ের হাসান গঞ্জে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় সেখানে বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দে বিক্ষোভকারীরা । উত্তর প্রদেশের সম্বলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন । দিল্লিতে ১৮ টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে ,ইন্টারনেট পরিষেবা ও ,বিক্ষোভের গেড়ে দিল্লি -গুরুগ্রাম এক্সপ্রেস ওয়ে বন্ধ হওয়ার ফলে ব্যাপক যানজট তৈরি হয় ,বহু বিমান বাতিল করেন বিমান কর্তৃপক্ষ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...