গতকাল বিচারপতি সঞ্জয় ক্যারোলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলো যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া
মহার্ঘ্য ভাতা বাবদ বকেয়া ২৫% মিটিয়ে দিতে হবে আগামী ৪ হফতার মধ্যে ।আগামী আগস্টে এই মামলার আবারো শুনানি হবে । জানা যাচ্ছে এই বাবদ বকেয়া মেটাতে গেলে রাজ্যের ঘাড়ে ৪১,৭৭০ কোটি টাকার বোঝা চেপে যাবে তার ২৫% মানে ১০ কোটি টাকা এই হফতা দিতে হবে ।