খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক আগামী মাসে খুলছে ৯ কিলোমিটার দীর্ঘ রোটাং টানেলফলে হিমাচলের মানালি থেকে লাদাখের লে শহরের দূরত্ব ৪৭৪ কিঃ মিঃ থেকে কমে হবে ৪৬ কিঃ মিঃ। এর ফলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে লাদাখের যোগাযোগ আরো দৃঢ় হইবে। বর্তমানে লাদাখ যেতে রোটাং পাসের ওপর ভরসা করতে হয় যা তুষারপাতের জন্য অধিকাংশ সময়ই বন্ধ থাকে। টানেল তৈরীতে খরচ প্রায় ৩২০০ কোটি টাকা। গাড়ি যাওয়া আসার জন্য একাধিক লেন আছে। প্রতিদিন প্রায় ৩০০০ হাজার গাড়ি চলাচল করবে ও সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৮০ কিঃ মিঃ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...