সোমালিয়া তে গিয়েছে ভারতের সব থেকে বেশি চিনি

চলতি ২০২৪-২৫ বিপণন বর্ষে ভারত ৪.২৪ লক্ষ্য টন চিনি রফতানি করেছে । তার মধ্যে সোমালিয়া তে গিয়েছে সব থেকে বেশি ,৯২,৭৫৮ টন । চিনি বিপণনের অর্থ বর্ষ শুরু হয় অক্টোবরে আর শেষ হয় পরের বছর সেপ্টেম্বরে । এই বছর জানুয়ারী তে ১০ লক্ষ্য টন চিনি বিপণনে সায় দিয়েছে কেন্দ্র ।