গতকাল আসামের নলবাড়ি জেলা তে ৭৭৮ কোটি টাকা লগ্নি করে ফাস্টফুড তৈরির কারখানা খুলবে পেপসিকো ।জানা যাচ্ছে ২০২৫ সাল থেকে কাজ শুরু হবে কাজ পাবেন প্রায় ৫০০ জন লোক ।সম্প্রতি কারখানার ভূমি পূজা তে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ,পেপসিকোর আফ্রিকা পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিএই ও এই ছাড়াও উপস্থিত ছিলেন পেপসিকো ইন্ডিয়ার প্রেসিডেন্ট আহমেদ এল শেইখ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...