রিসার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ সে সেপ্টেম্বর অব্দি ২০০০ টাকার নোট ব্যাঙ্ক একাউন্টে জমা দিতে অথবা অন্য নোটে বদলাতে বলেছিলো রিসার্ভ ব্যাঙ্ক ।গতকাল রিসার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয় বাতিল হতে চলা ২০০০ টাকার ৭৬% ব্যাঙ্কের ঘরে ফিরেছে ,যার বাজার মূল্য ২.৭৬ লক্ষ্য কোটি টাকা ।শীর্ষ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী ওই ৭৬% য়ের ৮৭% জমা পড়েছে ব্যাঙ্ক একাউন্টে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...