খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:মঙ্গলবার রাতে ঘরের মাঠে জুভেন্টাস ও জেনোয়ার খেলা প্রথম অর্ধে গোল শূন্য ছিল। ৫০ মিনিটের মাথায় পাওলো দিবালা জুভেন্তাসের হয়ে প্রথম গোল করেন । ৫৬ মিনিটের মাথায় দূরপাল্লার শট গোল করেন রোনাল্ডো ।৭৩ মিটিতের মাথায় জুভেন্তাসের হয়ে তৃতীয় গোল করেন কোস্তা তা পরিষদ করেন ৭৬ মিনিটে আন্দ্রে। খেলার ফলাফলে জুভেন্তাস ৩-১ গোলে হারায় জেনোয়াকে । এর ফলে ইতালীয় লিগে ২৯ ম্যাচে ৭২ পয়েন্টে নিয়ে লীগ টেবিলে তারা শীর্ষে তালিকায় আছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...