উপকরনঃ ইলিশ মাছ ৫০০ গ্রাম , রসুন বাটা ৬ কোয়া, শুকনা লঙ্কা বাটা ২টি , হলুদ গুঁড়ো ১/২ চা চামচ , সরষে বাটা ২ টেবিল চামচ, ভিনিগার আন্দাজ মতো।প্রনালীঃ মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। সব বাটা মশলা ভিনিগার মিশিয়ে সামান্য জল দিয়ে চেকে নিন।এই মিশ্রনে মাছ, নুন ও কাঁচা তেল দিয়ে একটা ঢাকনা দেওয়া টিফিন কৌটায় ভরুন । একটা পাত্রে জল দিয়ে আঁচে চাপান। এই জলের মধ্যে ঢাকনা দেওয়া কৌটা টা রাখুন। ফুটন্ত জলে ভাপে ইলিশ রান্না হয়ে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...