উপকরনঃ মুরগি ১ কেজি , দই ২৫০ গ্রাম , পেঁয়াজ বাটা ২ টি , রসুন বাটা ২ চামচ , কাজু বাটা ২ টেবিল চামচ , পোস্ত বাটা , ১টেবিল চামচ , ভূট্টা বাটা ১ কাপ , মাখন ১৫০ গ্রাম , ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ , নুন ও মিষ্টি স্বাদ মত। প্রনালীঃ ভূট্টা ছাড়িয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে বেটে নিন। মাংসে (মাখন ও ধনেশনে পাতা ছাড়া) সব মশলা দিয়ে ম্যারেনেট করে ৬ থেকে ৭ ঘন্টা রাখুন । কড়াইতে মাখন গরম করে মাংস ভাজতে থাকুন । মাংস কষা হলে অল্প জল দেবেন। নুন ও মিষ্টি দিন। মাংস সেদ্ধ হলে মশলা মাখানো হয়ে গেলে নামিয়ে নিন। ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...