উপকরনঃ হাড় ছাড়া মাংস ৪০০ গ্রাম, পালংশাক ২০০ গ্রাম, আদাবাটা, রসুন বাটা , ২০ গ্রাম, জিরে গুঁড়ো ১০ গ্রাম, ধনে গুঁড়ো ১০ গ্রাম , হলুদ গুঁড়ো ৫ গ্রাম , লঙ্কার গুঁড়ো ১০ গ্রাম সাদা তেল ১০০ গ্রাম , পেঁয়াজ ৪ টি , নুন ও চিনি স্বাদ মতো । প্রনালীঃ পেঁয়াজ কুচিয়ে নিন। কড়াই তে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। লাল হয়ে এলে সব মশলার গুঁড়ো ও মাংস দিন। বেশ করে কষান। সামান্য চিনি ও নুন দিন । মাংস নরম হয়ে এলে এতে শাক কুচিয়ে দিন। মিনিট ২৫ রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...