উপকরনঃ কই মাছ ৫০০ গ্রাম, ছোট পেঁয়াজ ৫০০ গ্রাম, কাঁচা লঙ্কা ৪টি , ধনে পাতা সামান্য , সর্ষের তেল ১ কাপ , হলুদ ১ চা চামচ , নুন ও লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, আমচুর ১/২ চা চামচ।প্রনালীঃ কই গুলি ধুয়ে মুছে মাছের মাঝখানে চিরে দিন। নুন , হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখুন। আমচুর মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। ননস্টিক ফ্রাইয়িং প্যান এ মাছ গুলি সাজিয়ে তেল দিয়ে দিন।পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা ও ধনে পাতা দিয়ে ঢাকা দিন। কিছুক্ষন পর মাছ গুলি উল্টে দিন। সেদ্ধ হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...