উপকরণঃ ময়দা ১/২ কাপ , চিনি ২/৩ কাপ , বেকিং পাউডার ২ চা চামচ , নুন ১/২ চা চামচ , মাখন ১/২ কাপ , মুরগির ডিম ১ টি , দুধ ১/২ কাপ ।প্রনালীঃ ময়দা চিনি নুন আর বেকিং পাউডার এক জায়গায় চেলে নিন চালুনি দিয়ে। মাখন মেশান। ডিম্ ফেটিয়ে ঢালুন । এক সঙ্গে সব মাখুন। ৩”x৩” মাপের ১২ টি মাফিন প্যানে সামান্য মাখন মাখিয়ে প্রত্যেক গর্তে ঐ মিশ্রণ ঢেলে ২/৩ অংশ ভরিয়ে ফেলুন তার পর তরে ট্রে করে ওভেনে ঢুকিয়ে ৪০০ ডিগ্রি ফারেনহাইট টেপে ২৫ মিনিট বেক করলেই মাফিন তৈরী হয়ে যাবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...