অল্পের জন্য রক্ষা পেলো অস্ট্রেলীয় খেলোয়াড় রা

অল্পের জন্য রক্ষা পেলো ভারত- পাক সংঘর্ষের জেরে পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার রা । অস্ট্রেলীয় প্রচার মাধ্যম দাবি করছে , রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে আক্রমণ চালানোর তিন ঘন্টা আগেও সেইখানেউপস্থিত ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার রা । ভারতীয় বিমান বাহিনী নূর খান বিমান বন্দরে ক্রিকেটার রা চলে যাওয়ার তিন ঘন্টা পরে আক্রমণ করে । এই টন ক্রিকেটার হলো মিচ বেইনার ,অস্টন টার্নার শন আব্বট । নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল বলেছেন তিনি আর পাকিস্তানে যাবেন না ।