খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঘরের মাঠে জামশেদপুর এফসি সুযোগ পেয়েও লীগ টেবিলে এটিকে কে টপকাতে পারলো না । খেলার ২৮ মিনিটের মাথায় তাদের স্ট্রাইকার সের্গিয় ক্যাসেলের গোলে এগিয়ে ছিল জামশেদপুর এফসি । ৮৯ মিনিট পর্যন্ত সুব্রত পালের জামশেদপুরে এফসি ১-০ গোলে এগিয়ে ছিল ।৯০ মিনিটের মাথায় আসামোয়া জ্ঞানের ডিফেন্স চেরা পাশ থেকে গোল শোধ করেন পানা গিয়ো টিস্কো । দুই দলের পয়েন্ট ১১ শুধুমাত্র গোল পার্থক্যে এগিয়ে এটিকে ।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...