আগামী শনিবার গুয়াহাটির মাটিতে ইস্টবেঙ্গল খেলবে নর্থঈস্টের বিরুদ্ধে ।গতকাল দেখা গেলো ইস্টবেঙ্গল
খেলোয়াড়দের সঙ্গে প্র্যাক্টিস করছে ভিক্টর ভাসকয়েজ ।জানা যাচ্ছে রেফারিং নিয়ে ভীষণ উদ্বিঘ্ন কোচ কার্লোস ।গতকাল সাংবাদিক বৈঠকে,ফিরে এসেছে বাজে রেয়ারিংয়ের কথা।জানা যাচ্ছে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন ফেলিসিও ব্রাউন ।