গতকাল বৃষ্টিস্নাত যুবভারতী ক্রীড়াঙ্গন মাঠে ভারত চূর্ণ করলো হং কং কে ৪-০ গোলে ।খেলা শুরুর ৫৬ সেকেন্ডের মাথায় গোল করেন আনোয়ার আলী ।সুনীল ছেত্রী গোল করেন প্রথম অর্ধ শেষ হওয়ার আগে বা পায়ের নিখুঁত প্লেসিংয়ে ।খেলারদ্বিতীয় অর্ধের ৮৫ মিনিটের মাথায় ব্রেন্ডনের পাস থেকে গোল করেন মনভীর সিংহ আর সংযুক্ত সময়ে শেষ গোল করেন ঈশান পণ্ডিতা ।এই নিয়ে সুনীলের আন্তর্জাতিক গোল হলো ৮৪।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...