খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা রাজ্য জুড়েই যখন চলছে তোলপাড় এবং বিক্ষোভ ,সেই অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল বৃহস্পতিবার তারা কলকাতাতেই আইপিএলের নিলাম করবে । সূত্রের খবর ১৯ সে ডিসেম্বর শহরের এক পাঁচতারা হোটেলে আইপিএল নিলামের কেনা বেচা হবে । ফ্রাঞ্চাইজির এক আধিকারিক জানান আমরা কলকাতা তেই নিলাম করতে বদ্ধপরিকর ,৩৩২ জন ক্রিকেটার কে নিলামে তোলা হবে তার মধ্যে ১৪৬ জন বিদেশী ক্রিকেটার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...