ইউরোতে আজ ইংল্যান্ড চেক প্রজাতন্ত্র দলের সামনে।প্রথম ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে হারানোর পর স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। তাদের খেলায় ধারাবাহিকতা নেই এবং গোল ও করতে পারছে না। ইংল্যান্ডের রক্ষণ নিয়ে সকলেই ইউরো শুরুর আগে চিন্তিত ছিল। তবে দুটি খেলাতেই তাদের ডিফেন্স ভাল খেলেছে। চেক দলের মধ্যে ভারসাম্য রয়েছে এবং তাদের কোচ খুব বুদ্ধি করে দলকে খেলাচ্ছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...