আজ যুবভারতী তে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার্স । বেঙ্গালুরু ও গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ইস্টবেঙ্গলের হার মেনে নিতে পারছেন না সমর্থকেরা ।কোচ কুয়াদ্রাতের কাছে জয়ের সরণি তে ফেরার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো হারের হ্যাট্রিক আটকানো ।চার ম্যাচ খেলে ইস্টবেঙ্গল একটি জিতে নবম স্থানে আছে । তবে দর্শকরা আশাবাদী জয়ের বিষয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...