খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এবার তিনবারের বিজয়ী দল প্রায় বিদায়ের মুখে এসে দাঁড়িয়েছে।চেন্নাই ৭ টি ম্যাচ খেলে ৫ টিতে হেরেছে এবং টেবিলের ৭ নম্বরে আছে।কোচ তার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চান। আজ হেরে গেলে প্লে অফের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেটা নিয়ে পুরো টিমটাই চিন্তিত ও চাপে আছে। প্রথম দিকে বেশি রান ওঠার আগেই উইকেট চলে যাচ্ছে। মাঝেরদিকের ওভারে তাদের রান আরো বাড়াতে হবে। অন্যদিকে হায়দরাবাদ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...