প্রথম ম্যাচে পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে অন্য দিকে জার্মানি ১ গোলে হেরে গেছে ফ্রান্সের কাছে। এই গ্রুপ খুব কঠিন। শেষ ষোলোয় যেতে গেলে আজ জার্মানিকে জিততেই হবে। জার্মানি ও স্পেন ইউরোতে সবচেয়ে সফল দল। দুদলই তিনবার করে জিতেছে।পর্তুগাল গতবারের চ্যাম্পিয়ন এবং তাদের অধিনায়ক রোনালডো দারুন ফর্মে। জার্মান কোচ লো বলেছেন তার দলকে গোল করার জন্য আক্রমণ জোরালো করতে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...