গ্ৰুপ অফ ডেথে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। আজ তাদের গ্ৰুপের শেষ খেলা হাঙ্গেরির বিরুদ্ধে। এই ম্যাচের আগে জার্মান শিবিরে চারজন চোট পেয়েছে। তবে তার মধ্যে হুমেলস ও গুন্দোয়ান চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন। তবে মুলার মনে হয় না আজ খেলতে পারবেন। কোচ লো জানিয়েছেন এই ম্যাচটা খুব কঠিন তবে জিততে হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...