নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ডুরান্ড কাপে ইমামি ইস্টবেঙ্গল নামছে ভারতীয় নৌসেনার মুখোমুখি হতে সন্ধ্যে ৬ টা নাগাদ । বিদেশিরা এসে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে তবে কোচ কত জন কে খেলাবে সেটি এখনো স্পষ্ট নয় ।গতকাল জয়ের লক্ষ্যে রুদ্ধদ্বার অনুশীলন করানো হয়েছে।কোচ বলেন ভারতীয় নৌসেনা খেলোয়াড়দের গতি ও শারীরিক সক্ষমতার কথা মাথায় রেখেই আমাকে টিম গঠন করতে হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...