বিজয় হাজারে ট্রফিতে আগের ম্যাচে পদুচেরির কাছে হেরে গেছে বাংলা। আজ তারা শক্তিশালী তামিলনাড়ুর সামনে। আজ বাংলাকে টিকে থাকতে গেলে জিততেই হবে। তামিলনাডু মুস্তাক আলী ট্রফি জিতেছে এনং তারা এই ট্রফিটি জিততেও মরিয়া চেষ্টা চালাবে। কাজেই বাংলার লড়াই কঠিন। মুকেশ কুমার পায়ে চোট পাওয়ায় আজ খেলতে পারবেন না। খেলার আগে পিচ দেখে খেলোয়াড় নির্বাচন করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...