ভারতীয় সময় ৩:৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট লর্ডসের মাঠিতে । ভারতীয় অধিনায়ক শুভমান গিল কে দেখা গেলো পিচের উপর ঝুকে পরে পিচের চরিত্রে বুঝতে । ভারতের সহ অধিনায়ক ঋষভ পন্থ গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন “বলের আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে ,যার ফলে খুব সমস্যা হচ্ছে কিপিং করতে করতে ।এই অবস্থা আগে হয়নি “।