খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :হায়দরাবাদের বিরুদ্ধে খেলার আগে চেন্নাই শিবিরে সুসংবাদ। দলের বাইরে থাকা ব্রাভো ও রায়াডু দুজনে সুস্থ এবং আজ খেলতে পারেন। এর আগে চেন্নাই প্রথম ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচ হেরেছে। সাতদিন পর মাঠে নামছে চেন্নাই। এই বিশ্রাম তাদের পক্ষে খুব ভালো হবে বলে মনে করছেন চেন্নাই কর্তৃপক্ষ। আগের ম্যাচে দিল্লিকে হারিয়ে হায়দরাবাদ খুব চনমনে। দেখা যাক আজ জিতে কে টেবিলের ওপরের দিকে যায়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...