পরে পর্বে যেতে গেলে আজ স্পেনকে জিততেই হবে। এছাড়া কোন রাস্তা নেই। আজ তাদের ম্যাচ স্লোভাকিয়ার বিরুদ্ধে। এই ম্যাচ জিততে না পারলে প্রতিযোগিতা থেকে বিদায়ও নিতে হতে পারে। কোচ এনরিকে মনে হয় এই অবস্থা স্বপ্নেও চিন্তা করতে পারেন নি। স্পেনের ২ ম্যাচে ২ পয়েন্ট এবং স্লোভাকিয়ার ২ ম্যাচে ৩ পয়েন্ট। আজ স্পেন জিতলে মোট ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় যেতে পারবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...