ডেনমার্ককে হারিয়ে প্রথম ইউরো কাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। তবে চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা সময় বলবে। ২৯ মিনিটে ডেনমার্কের দামসগার্ড ফ্রি কিক থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। এটি ইউরোতে ইংলণ্ডের বিরুদ্ধে প্রথম গোল। নমিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় ইংল্যান্ড। ডেনমার্কের সিমন কেয়ার বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলে বল ঠেলে দেন। ১০৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করলে ফল হয় ২-১। দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড দাপটের সঙ্গে খেললেও অনেক গোলের সুযোগ নষ্ট করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...