শ্রীলংকার বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে গেল এবং সিরিজ ও পকেটে পুড়ে নিল। এখনো সিরিজের একটি ম্যাচ বাকি। অইন মরগানের ইংল্যান্ড দল ৮ উইকেটে জিতল। প্রথমে ব্যাট করে শ্রী লঙ্কা ৯ উইকেটে ২৪১ রান করে। স্যাম কারেন ৫ ও ডেভিড উইলি ৪ উইকেট নেন। পরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...