ইউক্রেন ২-১ গোলে হারালো উত্তর ম্যাসিডোনিয়াকে। এই খেলা বুখারেস্টে হয়েছে। ২৯ মিনিটে ইয়ারমোলেনকে গোল করে ইউক্রেনকে ১ গোলে এগিয়ে দেন। পাঁচ মিনিটের মধ্যে দলের দ্বিতীয় গোল করেন রোমান। ৫৫ মিনিটে পেনাল্টি পায় উত্তরম্যাসিডোনিয়া। আলিয়াসকের শট গোলরক্ষকের হাত থেকে বেরিয়ে এলে তা তিনি গোলে ঠেলে দেন। ইউক্রেনের ২ ম্যাচে ৩ পয়েন্ট হল।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...