খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বিরাট কোহলি গোলাপি বলের টেস্টে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করলেন ,একই সঙ্গে দ্রুত টম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ তম শতরানের ক্লাবে পৌঁছে গেলেন তিনি । আজ অধিনায়ক হিসাবে ২০ তম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তিনি টপকে গেলেন রিকি পন্টিং কে ।সামনে শুধুই আছে গ্রেম স্মিথ যার অধিনায়ক হিসাবে সেঞ্চুরির সংখ্যা ২৫।তিনি ৭০ তম সেঞ্চুরি করলেন ৪৩৯ ইনিংস খেলে এবং ইনিংসের হিসাবে দ্রুততম প্রথম স্থানে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...