আজ ইতালির সামনে বেলজিয়াম। ইউরো কাপে ইতালি শুরু থেকেই ভাল খেলছে। ২০১৮ র বিশ্বকাপে তারা খেলতে পারেনি যোগ্যতা অর্জন করতে না পারায়। তবে কোচ মানচিনির অধীনে তারা প্রভূত উন্নতি করেছে এবং টানা ৩১ ম্যাচে অপরাজিত। তিনি জানান বেলজিয়াম কঠিন প্রতিপক্ষ তবে তারা শুরু থেকেই আক্রমনে যাবেন এবং তাদের রণনীতির কোন পরিবর্তন হবে না। ইতালি দলের ইমমোবিলে যে কোন জায়গা থেকে গোল করতে পারে এবং সে ৩ ম্যাচে ২ গোল করেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...