২০১৮ র বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জন করতে পারে নি। তারা এর আগে ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু সেই দলটি দুর্দান্ত খেলে ইউরো কাপটি রোমে নিয়ে চলে গেল এবং সকলে সেখানে উৎসবে মেতে উঠেছে। কোচ মানচিনি দলের খেলায় পরিবর্তন এনেছেন। আগে ইতালি রক্ষনাত্মক ফুটবল খেলত। কিন্তু মানচিনির জাদুর ছোঁয়ায় রক্ষণের পাশে আক্রমণে ছন্দ এনে এবং তারুণ্যের গতি ও শক্তির মিশ্রণ ঘটিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...