কোচ মানচিনির অধীনে ইতালি অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে। আগের ম্যাচে তারা হারিয়েছে বিশ্বের ১ নম্বর দল বেলজিয়ামকে এবং সেমিফাইনালে পৌঁছে তারা আত্মবিশ্বাসে ভরপুর।এখনও তারা টানা ৩২ ম্যাচ হারেনি। এবারে তাদের সামনে স্পেন। তবে তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার স্পিনাজ্জলা গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন প্রায় ১ মাসের জন্য। তার চোটের কারণে ইতালি দলের সকলেই চিস্তিত।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...