করোনার মধ্যে দর্শক নিয়ে ইউরো শুরু হল। সঙ্গে বর্ণাঢ্য উদ্বোধন। শুরু থেকে ইতালির আক্রমণের চাপ ছিল। কিন্তু প্রথমার্ধে কোন গোল হয়নি। তবে ম্যাচের রেফারী কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। খেলার ৫৩ মিনিটে সেম সাইড গোল করেন তুরস্কের দেমিরাল।এরপর খেলার ৬৬ ও ৭৯ মিনিটে ইতালির হয়ে দুটি গোল করেন ইমমোবিলে ও ইনসিনিয়র।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...