এবারে ইউরো কাপে ইতালি ভাল খেলছে।কিন্তু তাদের পুরো আটকে রেখে অস্ট্রিয়া খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। তারা রক্ষণ মজবুত করে রেখেছিল। সঙ্গে প্রতি আক্রমণে গোল করার চেষ্টা। ইতালি আক্রমণ করলেই অস্ট্রিয়া ৭-৮ জন নেমে গিয়ে আক্রমণ রুখে দিয়েছে । তবে ৯৫ মিনিটে কিয়েসা ও ১০৬ মিনিটে পেসিনা গোল করে ইতালিকে ২ গোলে এগিয়ে দেন। হাল না ছেড়ে অস্ট্রিয়া ব্যবধান কমালেও জিততে পারল না।
রাজ্য
রাজ্য সরকার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিলো
ভারতীয় ন্যায় সংহিতার ধারা তে সরকারি কাজে বাঁধা সম্পত্তি ভাঙ্গচুর ,সরকারি কর্মীদের আটকে রাখা।অনাধিকার প্রবেশ সহ বিভিন্ন ধারা তে ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর...