ইউরো জিততে পারলো না ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের শেষে খেলা অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ইতালি ৩-২ গোলে হারাল ইংল্যান্ডকে। খেলার ২ মিনিটের মধ্যেই ইংল্যান্ড গোল করে। ট্রিপিয়ারের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে লুক। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট ইতালি চাপ সৃষ্টি করেও গোল দিতে পারে নি। ৬৭ মিনিটে গোল শোধ করেন বোনুচ্চি। এরপর টাইব্রেকারে দুটি শট আটকে ম্যাচের নায়ক হয়ে যান ইতালির গোলরক্ষক ডোনারুমা।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...