খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠ আনফিল্ডে ব্রিটন কে ২-১ গোলে হারালো জুর্গেন ক্লপের দল লিভারপুল ।এই জয়ের ফলে তারা ১৯৮৮ সালে তাদের টানা ৩১ টি ম্যাচ জয়ের রেকর্ড কে স্পর্শ করে ফেললো । তাদের হয়ে দুটি জোড়া গোল করেন ডিফেন্ডার ভ্যানডাইক। ব্রিটনের হয়ে খেলার ৭৯ বিরতির একটি ফ্রিকিক থেকে গোল করেন তাদের খেলোয়াড় ডান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...