গতকাল যুবভারতী স্টেডিয়ামে ২ গোলে পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল ট্রাইবেকারে হারালো নর্থইস্ট কে ৫-৩ গোলে । ২২ মিনিটের মাথায় নর্থইস্টের হয়ে প্রথম গোল করেন মিগুয়েল ,তার পরেও ইস্টবেঙ্গল কে চেনা ছন্দে পাওয়া যায়নি ।৫৭ মিনিটের মাথায় দেন দিক থেকে ইনসাইড কাট করে অন্যবদ্য গোল করেন ফাল্গুনী পাত্র ,খেলার ৭৭ মিনিটের মাথায় মহেশের নেওয়া একটি শট ডিফেন্ডার দীনেশ সিংহের পায়ে লেগে গোল হয় এবং খেলার ফলাফল হয় ২-১,৯৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন নন্দকুমার এবং ইস্টবেঙ্গল কে খেলায় ফিরিয়ে আনে , তার পর ট্রাইবেকারে ইস্টবেঙ্গল যেতে ৫-৩ গোলে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...