এএফসি এলে মহিলা দলের জয়

এ এফ সি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল সোমবার ক্যাম্বোডিয়ার পেন ক্রাউন এফসি কে ১-০ গোলে
এএফসি চ্যাম্পিয়ন্স লীগের যাত্রা শুরু করলো । ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ফাজিলা ইক ওয়া পুট ।কম্বোডিয়ার ভারতীয় দূতাবাসের কর্মীরা এসে মাঠে ইস্টবেঙ্গল কে সমর্থন করা তে দল তাদের কাছে কৃতজ্ঞ ।