একা মার্শ ধ্বংস করে দিলো গুজরাট টাইটান্স কে

প্লে অফের দৌড়ে আগের থেকে ছিটকে গিয়েছিলো এলএসজি । গতকাল চাপ মুক্ত অবস্থায় তারা গুজরাটের বিরুদ্ধে খেলতে নামে । গতকাল প্রথমে ব্যাট করে লখনৌ সুপারজায়ান্ট তোলে ২ উইকেটে ২৩৫ রান ।মার্শ ৬৪ বলে ১১৭ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে গুজরাট ৯ উইকেটে ২০২ রান তোলে । লখনৌর উইল ওর্ক ২৭ রানে তিনটি উইকেট নেন ।