গতকাল ফটোদোরা স্টেডিয়ামে গোয়ার কাছে ৩-০ গোলে হারলো এটিকে মোহনবাগান । প্রথম অর্ধের খেলা গোল শুন্য ভাবে শেষ হয় । খেলার ৫০ মিনিটের গোয়ার হয়ে প্রথম গোল টি করেন দোহলিং ,৭৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল টি করেন,গোয়ার ফাররেস আরনৌত ।খেলার তৃতীয় গোলটি দূরপাল্লার শটে করেন নোয়া সাদউই ।লীগ টেবিলে গোয়ার অবস্থান এখন তৃতীয় স্থানে ১২ পয়েন্ট নিয়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...