চতুর্থীর দিন সবুজ মেরুন শিবিরে নেমে এলো অন্ধকার । এফসি চ্যাম্পিয়ন্স লিগে ২ ম্যাচে ইরানের তাবরিজে ট্রাকটর এফসির বিরুদ্ধে খেলতে না যাওয়ার জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২ থেকে বাতিল করে দেওয়া হলো মোহনবাগান সুপার জায়ান্ট কে ।এএফসি আইনের ৫.৬ ধারা অনুযায়ী মোহবাগানের সব ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে । এবং ৮.৩ ধারা অনুযায়ী মোহনবাগান ক্লাবের সব গোল এবং পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ,বিষয়টি সংশ্লিষ্ট কমিটি তে পাঠানো হয়েছে সিদ্ধান্ত নেওয়া জন্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...