ওভাল টেস্টে ভারতের প্রধান ভরসা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর

আগামী ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট অব্দি চলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল স্টেডিয়ামে । ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের কাছে কৃতজ্ঞতা জানান ওয়াশিংটন সুন্দর । তাকে দলে সুযোগ দেওয়ার জন্য , তার বাবা এম সুন্দর বলেন ,ওভাল টেস্ট জিতে বাড়ি ফেরো তার আগে কোনো উৎসব নয় । তার বোলিং কোচ ডি বাসু বলেন তাকে পরিমার্জিত করে আরো ভালো বোলার তৈরি করার চেষ্টা করবো ।