ওয়েলস ২-০ গোলে হারাল তুরস্ককে। ৪২ মিনিটে প্রথম গোল হয়।গ্যারেথ বেলের পাস থেকে আরোন রামজির গোল করেন। বিরতির পর বক্সের মধ্যে গ্যারেথ বেলকে ফাউল করেন তুরস্কের চিলিক। রেফারি ওয়েলসকে পেনাল্টি দেন। মাঠে ঝামেলা শুরু হয়। মারামারিতে জড়িয়ে পড়েন দু দলের খেলোয়াড়রা। তবে তুরস্কের গোলকিপার বেলের পেনাল্টি শট আটকে দেন। খেলার অতিরিক্ত সময়ে রবার্টস গোল করলে ফল হয় ২-০।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...