কোপা আমেরিকার খেলা চলছে। তার মধ্যে করোনা বিধিনিষেধ অমান্য করল চিলি।এক জন নাপিত তাদের হোটেলে প্রবেশ করেছিল। এই অভিযোগ চিলি মেনে নিয়েছে। তবে সে লোকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে ফুটবলাদের তার সংস্পর্শে আসা উচিত হয় নি। কতজন ফুটবলার তার সংস্পর্শে এসেছিল তো জানা যায় নি। তবে দোষীদের জরিমানা করা হবে বলে জানা গেছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...