গতকাল কলকাতার প্রিমিয়ার লীগ ডিভিশনে খেলা ছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ,গতকাল এই ডার্বিতে ইস্টবেঙ্গল হারায় মোহন বাগান কে ২-১ গোলে ।২৫ হাজার দর্শকের সামনে যুবভারতীতে কেরালার দুই খেলোয়াড় বিষ্ণু এবং জেসিনের করা গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ,৭৭ মিনিটে লাল কার্ড দেখে জোসেফ উঠে গেলে ইস্টবেঙ্গল ১০ জন্যে খেলে অতিরিক্ত সময়ে মোহনবাগানের সুহেল ভট্ট ১ টি গোল করলেও ইস্টবেঙ্গল জিতে যায় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...