কোপা কাপ জিতল আর্জেন্টিনা। এটাই মেসির দেশের হয়ে প্রথম সাফল্য। তিনি কোপার কাপটিকে নিজের দেশ পরিবার ও ম্যারাদোনাকে উৎসর্গ করেছেন। এই আনন্দের দিনে তিনি ইন্সটাগ্রামে লেখেন তিনি সাফল্য তার পরিবার , নিজের দেশ,তার বন্ধুবান্ধব,ও আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষকে উৎসর্গ করছেন। তবে তিনি সকলকে করোনার জন্য সাবধান করে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে বলেছেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...