চেক দল আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল। তাদের প্যাট্রিক শিক সেই ম্যাচে দুটি গোল করেছিলেন। এবারে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে তিনি ভুল করেননি। তবে বিরতির পরেই ক্রোয়েশিয়ার পোরিসিক গোল শোধ করে দেয়। আজ জিততে পারলে চেক দল শেষ ১৬য় পৌঁছে যেত। তাদের দু ম্যাচ খেলে ৪ পয়েন্ট এবং ক্রোয়েশিয়ার দুটি ম্যাচে ১ পয়েন্ট।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...